প্রজন্ম ডেস্ক:
বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১২ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে।’
তার ওই পোস্টে মানুষ ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। পোস্টে তিন ঘণ্টায় ৭৯ হাজার রিয়েকশন পড়েছে। কমেন্ট পড়েছে ১৫ হাজারের বেশি। আর শেয়ার হয়েছে ২ হাজার ৭শ।
অনেকের ধারণা, ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’ বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় এ পোস্ট করেছেন হাসনাত আবদুল্লাহ। অবশ্য ওই বক্তব্যের জন্য ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন রিজভী।
এদিকে সোমবার (১১ নভেম্বর) রাতে প্রোফাইল পিকচার আবার লাল করেছেন হাসনাত আবদুল্লাহ। পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের আগে আন্দোলনকারীরা প্রোফাইল পিকচার লাল করেছিলেন।
প্রোফাইল পিকচার লাল করে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ/ শেষ হয়নি যুদ্ধ/ ১৩৪ শে জুলাই, ২০২৪’।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com