প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

কালবেলা’র বিয়ানীবাজার প্রতিনিধি শহিদুল ইসলাম সাজু

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০২:৫৩ অপরাহ্ণ
কালবেলা’র বিয়ানীবাজার প্রতিনিধি শহিদুল ইসলাম সাজু

 

সংবাদ বিজ্ঞপ্তি:

জাতীয় দৈনিক কালবেলা পত্রিকায় বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শহিদুল ইসলাম সাজু। গত ২০ ফেব্রুয়ারি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা স্বাক্ষরিত এক পত্রে তাকে এই নিয়োগ প্রদান করা হয়।

শহিদুল ইসলাম সাজুর বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা গ্রামে। তিনি ২০১৬ সালে সিলেটের এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি এজে মিডিয়া গ্রুপ কর্তৃক প্রচারিত দ্যা লোকাল টাইমস অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টালের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

দৈনিক কালবেলা পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পাওয়ায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা ও সিলেট ব্যুরো প্রধান মিটু দাস জয়সহ পত্রিকা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

পেশাগত কাজে অতীতের ন্যায় সাংবাদিক শহিদুল ইসলাম সাজু সকল শ্রেণীপেশার বিয়ানীবাজারবাসীর অব্যাহত সহযোগিতা এবং সংবাদ সংক্রান্ত বা যেকোন প্রয়োজনে মোবাইল নং (০১৭০৩-৪০১২৪৫) অথবা ই-মেইল (sishaju2016@gmail.com) এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

Sharing is caring!