প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে সাংবাদিক তোফায়েল আহমদের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের শোক

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে সাংবাদিক তোফায়েল আহমদের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের শোক

 

সংবাদ বিজ্ঞপ্তি:

 

দৈনিক জালালাবাদ পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি সাংবাদিক তোফায়েল আহমদের পিতা ডা: আব্দুল আজিজ (৮০) এর দাফন সম্পন্ন হয়েছে।

 

২১শে ফেব্রুয়ারী শুক্রবার ভোরে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। এদিন বাদ জুম্মা মরহুমের জানাযার নামাজ শেষে উপজেলার লাউতা ইউনিয়নস্থ বারইগ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

এদিকে মরহুমের জানাযার নামাজে সিলেট-৬ আসনে বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, লাউতা ইউপি চেয়ারম্যান দেলোওয়ার হোসেন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি এম. হাসানুল হক উজ্জ্বল, সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয় ও মাসুম আহমদসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে সাংবাদিক তোফায়েল আহমদের পিতা ডা: আব্দুল আজিজের মৃত্যুতে শোক জানিয়েছেন বিয়ানীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

 

বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি এম. হাসানুল হক উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডা: আব্দুল আজিজ একজন সমাজ সচেতন সৎ নাগরিক ছিলেন। তার মৃত্যতে এলাকাবাসী একজন যোগ্য মুরব্বিকে হারালেন। প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Sharing is caring!