প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে শ্রমিক নেতাকে বিদায় সংবধর্ণা দিয়েছে মাইক্রোবাস উপ-কমিটি

editor
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৪, ০২:৪৯ অপরাহ্ণ
বিয়ানীবাজারে শ্রমিক নেতাকে বিদায় সংবধর্ণা দিয়েছে মাইক্রোবাস উপ-কমিটি

 

সংবাদ বিজ্ঞপ্তি:

 

বিয়ানীবাজারে শ্রমিক নেতা মিছবাহ উদ্দিনকে বিদায় সংবর্ধণা দিয়েছে সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ১৪১৮ এর অর্ন্তর্ভুক্ত উপ-কমিটি। বুধবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়াম হলে মাইক্রোবাস উপ-কমিটির নেতৃবৃন্দ এই সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করে।

 

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কালাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাইক্রোবাস উপ-কমিটির সাবেক সভাপতি বিলাল আহমদ।

এতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য জাকির হোসেন, হাইয়েছ সমিতির সাধারণ সম্পাদক বদরুল আলম বাদশা, জহির উদ্দিন, মাথিউরা কমিটির সাধারণ সম্পাদক আবুল আহমদ, দুবাগ কমিটির সভাপতি ছমির উদ্দিন, থানা-বাজার কমিটির সহ-সভাপতি ইকবাল আহমদ, বারইগ্রাম কমিটির সভাপতি তাজুল আহমদ, দাসউরা কমিটির জবরুল আহমদ, মানিক আহমদ, আব্দুল হক ও হাসান আহমদ প্রমুখ।

 

বিদায় সংবর্ধণায় আলফাছ উদ্দিন ও বিলাল আহমদকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

Sharing is caring!