সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার পৌরশহরের কসবায় চালিকোনা সমাজকল্যাণ সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন সমাজসেবামুলক কর্মকান্ডের তথ্য তুলে ধরেন। দীর্ঘ ৫০ বছরের প্রাচীন এই সংগঠনটি স্থানীয় সকল শ্রেণী-পেশার মানুষের ঐক্যবদ্ধ কর্মকান্ডে পরিচালিত হচ্ছে বলেও তারা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মালিক। তিনি বলেন, তরুণরা সমাজ উন্নয়নে এগিয়ে আসলে রাষ্ট্রের উন্নতি অনস্বীকার্য। তিনি বর্তমান সময়ে তরুণদের উন্নয়নমুখি এবং দৃঢ় নেতৃত্বের প্রশংসা করেন।
কসবা চালিকোনা সমাজকল্যাণ সমিতির সভাপতি ইউনুছ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আহমদ সবুজের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল হোসেন, বিয়ানীবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছয়ফুল আলম ঝুনু, খাসা সমাজকল্যাণ সমিতির সভাপতি হুমায়ুন কবির আকিল, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, কসবা চালিকোনা সমাজকল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুস শুকুর বাবলু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের গভর্ণিং বডির সদস্য মারুফ আহমদ, গোলাবশাহ যুব সংঘের সভাপতি ছালেখ হোসেন, জাকারিয়া আহমদ, জয়নাল আবেদীন, খয়রুল ইসলাম, রাজু আহমদ প্রমুখ।
Sharing is caring!