সংবাদ বিজ্ঞপ্তি:
তিলপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক নেতা ইসবাবুল ইসলাম (৭৮) এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে জানাযার নামাজ শেষে বিবিরাই গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় নিজ বাড়িতে তারঁ ইন্তেকাল হয়।
একজন সালিশ ব্যক্তিত্ব হিসেবে চেয়ারম্যান ইসবাবুল ইসলাম ব্যাপক পরিচিত ছিলেন।
মরহুমের জানাযার নামাজে বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।
তিলপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, চেয়ারম্যান থাকাকালে ইসবাবুল ইসলাম ইসলাম অনেক যুগান্তকারী উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদন করেন।
Sharing is caring!