সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজারে মুসলিম শিশু শিক্ষা ফাউন্ডেশনের মেধা বৃত্তি বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মাথিউরা ইউনিয়নের মিনারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ইউনিটি কমিউনিটির সার্বিক সহযোগিতায় মেধা বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
একইসাথে বিদ্যালয়ে লেখাপড়ার মানোন্নয়নে সদ্য বিলুপ্ত ম্যানেজিং কমিটি, পিটিএ কমিটি ও এডহক কমিটির যৌথসভা অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন হাজী অলিউর রহমান মানিক। প্রবাসী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী ও অস্ট্রেলিয়া প্রবাসী এ্যাডভোকেট শামসুল ইসলাম।
দ্বিতীয় অধিবেশনে মুসলিম শিশুশিক্ষা ফাউন্ডেশন মেধা বৃত্তি বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনাম উদ্দিনের সঞ্চালনায় পিটিএ কমিটির সভাপতি মোঃ আব্দুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম শিশুশিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জালালিয়া মহিলা আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরী।
পূর্ব ঘোষণা অনুযায়ী ২০২৪ ঈসায়ী সনে বার্ষিক পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নগদ অর্থ, সনদ পত্র এবং সকল শিক্ষার্থীদের মধ্যে খাতা কলম তথা শিক্ষা উপকরণ ও হালকা খাবার সামগ্রী বিতরণ করা হয়। এতে আরো ছিলেন মাথিউরা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন সুমন, হাজী মো: সেলিম উদ্দিন, মোস্তাক আহমেদ, শামীম আহমদ, জিয়াউর রহমান, রুহেল উদ্দিন, কমর উদ্দিন, আব্দুল কুদ্দুস, আবু শাহেদ রুনেল প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com