সংবাদ বিজ্ঞপ্তি:
‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের’ পক্ষে জনমত তৈরির জন্য জনসংযোগ কর্মসূচি শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার বিকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ পরে লিফলেট বিতরণ করেন সংগঠন দুটির নেতাকর্মীরা। লিফলেটে তাঁরা ঘোষণাপত্রে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।
এ সময় ‘জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা’ স্লোগান দেন নেতাকর্মীরা।
এ সময় সংগঠন দুটির নেতাকর্মীরা জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে অবশ্যই শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে। এখানে আমাদের যে ৪৭ ৭১ এবং ২৪ এর যে ঐতিহাসিক ধারাবাহিকতার সুস্পষ্ট বর্ণনা দিতে হবে। আমরা কোনো পরিস্থিতির মধ্য দিয়ে একটি জাতি আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে তার স্বীকৃতি দিতে হবে। যে রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বীকৃতি সেখানে থাকতে হবে। জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্খার প্রতিফলন এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই থাকতে হবে।
Sharing is caring!