সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার পৌরশহরের প্রাচীণতম শ্রীধরা জনমঙ্গল সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান করা হয়েছে। শ্রীধরা-নবাং গ্রামের এসএসসি-এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তারিকুল ইসলাম। তিনি বলেন, কর্মক্ষেত্রে সফলতার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলায় মনোনিবেশ করতে হবে। আর এটা কেবল সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। মানবিক-দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হলে সমাজের কল্যাণে তাকে আত্মনিয়োগ করতেই হবে।
শ্রীধরা জনমঙ্গল সমিতির সভাপতি মোঃ খছরুজ্জামান খছরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ গুলজার আহমদ রাহেল ও সহ-সাধারণ সম্পাদক রাশেদ খান নাবিলের যৌথ সঞ্চালনায় বৃহস্পতিবার দুপুরে সংগঠনের কার্যালয়ে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন লন্ডনস্থ শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি কবির মাহমুদ ও যুক্তরাষ্ট্রের খ্যাতনামা চিকিৎসক সহকারী অধ্যাপক ডা: মাহফুজুর রহমান (খালেদ)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মো: শামছ উদ্দিন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম সেলিম, সংগঠনের উপদেষ্টা আহমদ মহসিন বাবর, শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা আশিক আহমদ পুতুল, সমাজসেবক আব্দুস সবুর ও রাজনীতিক আবু নাসের পিন্টু।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীধরা জনমঙ্গল সমিতির হিসাব নিরীক্ষক মো: নজমুল হোসেন, সাবেক কাউন্সিলার হাফিজ এমাদ আহমদ ও সংগঠনের কোষাধ্যক্ষ সাংবাদিক আমিনুল হক দিলু।
ক্বারী মাও: শুয়াইব আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সংবর্ধণা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু বক্কর আবু, আপ্তাব আলী, আব্দুল জলিল বাবু, মোঃ ছিদ্দিকুর রহমান, জামিল হোসেন, মোঃ ছরওয়ার হোসেন (সেবুল), ফখরুল ইসলাম (মাছুম), সুলতান আহমদ, হাফিজ লুৎফুর রহমান, আব্দুর রউফ, রুহুল আলী জিল্লু, আনছার আলী, মজিদ বক্ত প্রমুখ।
Sharing is caring!