প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি

editor
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি

 

সংবাদ বিজ্ঞপ্তি:

 

মহান বিজয় দিবস উপলক্ষে স্থানীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার সকালে শহীদবেদিতে শ্রদ্ধা নিবেদনে বিয়ানীবাজার উপজেলা বিএনপির পক্ষে নেতৃত্ব দেন সভাপতি এডভোকেট আহমদ রেজা ও সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন।

 

তারা বলেন, যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা এসেছে, তাদের শ্রদ্ধা জানাই। যে লক্ষ্য নিয়ে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন, তা অর্জন হয়নি। তারা আরোও বলেন, মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার। কিন্তু তা হয়নি।

শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Sharing is caring!