সংবাদ বিজ্ঞপ্তি:
মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ মুড়িয়া সাংগঠনিক শাখার সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা শাখা।
সোমবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ছাত্র শিবিরের সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ । এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি (দক্ষিণ) আহবাব হোসেন মুরাদ, উত্তরের সভাপতি আমিনুল ইসলাম, কলেজ শাখার সভাপতি ফাতেহুল ইসলাম, উপজেলা দক্ষিণের সেক্রেটারী আব্দুল মুমিন, উত্তরের সেক্রেটারী আব্দুল্লাহ আল মাহমুদ, কলেজ শিবিরের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ প্রমুখ।
এদিকে বিজয় দিবস উপলক্ষে বিয়ানীবাজারে ছাত্র শিবিরের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ ও আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়।
Sharing is caring!