প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন হবে ১৯ ডিসেম্বর

editor
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন হবে ১৯ ডিসেম্বর

 

সংবাদ বিজ্ঞপ্তি:

 

বিয়ানীবাজার থানার নিবন্ধিত সকল আগ্নেয়াস্ত্রের নবায়ন করা হবে ১৯ ডিসেম্বর। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এদিন সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত লাইসেন্স নবায়ন কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।

 

উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্দুক, শর্টগান, রাইফেল নবায়নের ফি ৫ হাজার, পিস্তল, রিভলবার নবায়ন ফি ১০ হাজার টাকার সাথে কর এবং ভ্যাটসহ সরকারি কোষাগারে জমা দিতে হবে।

 

বিয়ানীবাজারে বর্তমানে বৈধ অস্ত্রের সংখ্যা ১৬১টি। উপজেলায় বৈধ অস্ত্রের বেশীরভাগ ব্যবহারকারীই প্রবাসী। এরপরেই রাজনীতিক ও জনপ্রতিনিধিদের স্থান। ৩য় অবস্থানে আছেন ব্যবসায়ীসহ অন্যান্য পেশার লোকজন। গত উপজেলা পরিষদ নির্বাচনের পূর্বে সরকারি নির্দেশনা অনুযায়ী মোট বৈধ অস্ত্রের মধ্যে মাত্র ৮২টি থানায় জমা দেয়া হয়। বাকী অস্ত্রগুলো নিজেদের কাছে রেখে দেন সংশ্লিষ্টরা। তবে অর্ন্তবর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বৈধ সকল অস্ত্রই জমা নেয় সরকার।

Sharing is caring!