সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজারের ভিন্নধর্মী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্পর্শ সোস্যাল মিডিয়ার ১১তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিার বিকালে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তনের আয়োজন করা হয়। এদিন একযুগে পা রাখে সংগঠনটি।
প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, কেক কর্তন নানা কর্মসূচির আয়োজন করা হয়।
স্পর্শ সোস্যাল মিডিয়ার সভাপতি এম সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান।
সাধারণ সম্পাদক পার্থ পাল দিপকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার বালিকা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক অসীম কান্তি তালুকদার, স্পর্শ সোস্যাল মিডিয়ার উপদেষ্টা ছিদ্দিক আহমদ ও সালেহ আহমদ, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মিলাদ মো. জয়নুল ইসলাম, স্পর্শের উপদেষ্টা এনাম উদ্দিন ও এমরান হোসেন দিপক ও গভর্নিং বডির চেয়ারম্যান আহমদ হোসেন খান।
সমাজসেবা সম্পাদক জুনেদ আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পর্শের সহ সভাপতি সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক আফজালুর রহমান স্বপন, কোষাধ্যক্ষ ইউসুফ আলী, সহ সাংস্কৃতিক সম্পাদক দীপ্ত দাস চৌধুরী, পৌর কমিটির সভাপতি আব্দুর রহমান হামিম, দুবাগ ইউনিয়নের সভাপতি অলিদ আহমদ, মুল্লাপুর ইউনিয়নের সভাপতি আকরাম হোসেন, তিলপাড়া ইউনিয়নের সভাপতি সালেহ আহমদ, মুড়িয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছায়েম আহমদ, সংবাদকর্মী আক্তার হোসেন, আবু তাহের ও আব্দুর রহমান আল মাহবুব সহ আরো অনেকে।
সভায় বক্তারা স্পর্শ সোস্যাল মিডিয়ার ভূমিকা উল্লেখ করে বলেন, সংগঠনের মাধ্যমে সমাজের উন্নয়ন সাধিত হয়। সেই লক্ষ্যে স্পর্শ সোস্যাল মিডিয়া কাজ করে যাচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com