গান পরিবেশ করবেন দেশটা তোর বাপের নাকি শিরোনামে গানের শিল্পী মৌসুমী
সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৮ নভেম্বর শুক্রবার সিপাহী বিপ্লব দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
দুপুর ২টা থেকে পৌরশহরের দক্ষিণ বাজারে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ধানের শীষ মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখবেন উপজেলা বিএনপির সভাপতি এড. আহমদ রেজা।
আলোচনা সভা শেষে সঙ্গিতানুষ্টানে গান পরিবেশ করবেন দেশটা তোর বাপের নাকি শিরোনামে গানের শিল্পী মৌসুমী।
আলোচনা সভা ও সঙ্গিতানুষ্টানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
Sharing is caring!