
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে পথশিশু ও অসহায়দের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত ঈদবস্ত্র বিতরণ কার্যক্রমে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ছাত্রদল এমন মানবিক উদ্যোগ নিয়েছে। ছাত্রদল বরাবর দেশের বঞ্চিত মানুষের জন্য কাজ করে।
বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান আহমদের সঞ্চালনায় এ সময় ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এতে বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন রিফাত, সহ-সভাপতি সাহেদ আহমদ, ১ম যুগ্ম সম্পাদক মাবিয়া আলম রুহান, যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, মৃদুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রেদওয়ানসহ সরকারি কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Sharing is caring!