সংবাদ বিজ্ঞপ্তি:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জামায়াত দেশে একটি ন্যায়-ইনসাফভিত্তিক কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন নিরবচ্ছিন্নভাবে আন্দোলন করে যাচ্ছে। তাই দেশে একটি সফল বিপ্লব ও দেশ চালানোর জন্য যোগ্য, প্রজ্ঞাবান ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই। যার যতটুকু সুযোগ ও সক্ষমতা রয়েছে, তা-ই যথাযথভাবে কাজে লাগিয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
রোববার (২২ রমজান) বিয়ানীবাজার পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় উপজেলা যুব বিভাগ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সেলিম উদ্দিন বলেন, অপপ্রচার ও ভুল বুঝাবুঝির বৃত্ত থেকে বেরিয়ে এসে মানুষ জামায়াতকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। তাই ইসলামী আন্দোলনের শপথের কর্মীদের হীনম্মন্যতার কোনো সুযোগ নেই। তিনি দেশ ও জাতির মুক্তির জন্য রুকনসহ সব স্তরের জনশক্তিকে ময়দানে আপোষহীন ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরোও বলেন, একটি সফল আন্দোলন ও গণবিপ্লবের মাধ্যমে গত ৫ আগস্ট দেশ স্বৈরাচার, ফ্যাসিবাদ ও অপশাসন-দুঃশাসনমুক্ত হয়েছে। ফলে জনগণের মধ্যে নতুন আশাবাদের সৃষ্টি হয়েছে। আর এই আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে জামায়াতে ইসলামীও ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তি ও দেশের সব শ্রেণি-পেশার মানুষ এই ঐতিহাসিক বিজয়ের অংশীদার। আন্দোলনে আপসহীন ভূমিকার কারণে সাধারণ মানুষের মধ্যে জামায়াতের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি আগের তুলনায় অনেক বেড়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিয়ানীবাজার উপজেলা যুব বিভাগের সভাপতি শফি আহমদ মুন্নার সভাপতিত্বে এবং সেক্রেটারী ছদরুল আমিনের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মোস্তফা উদ্দিন, সেক্রেটারী কাজী আবুল কাশেম, সহ-সেক্রেটারী ফরিদ আল মামুন, সহ-সেক্রেটারী রুকন উদ্দিন, আব্দুল হামিদ, ছাত্র শিবির সিলেট জেলা পূর্বের সাবেক স্কুল কার্যক্রম সম্পাদক আব্দুল মুকিত ও সাবেক ছাত্রনেতা ফয়জুল ইসলাম চৌধুরী।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com