
বিশ্বনাথ সংবাদদাতা:
সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে মুনতাহা বেগম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঐ শিশু উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর গ্রামের আশিক আলীর মেয়ে।
আজ রোববার (২ ফেব্রুয়ারী) সকালের কোন এক সময় প্রতিবেশীর বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।
জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে প্রতিবেশী মৃত হাজী ফয়জুর রহমানের বাড়িতে মায়ের সঙ্গে যায় মুনতাহা। মা প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়িতে ফিরলে মুনতাহা তখন সেখানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো। খেলাধুলার কোন এক সময় মুনতাহা সেই বাড়ির পুকুরে পড়ে মারা যায় বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Sharing is caring!