প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৬ হিজরি

ফের আন্দোলনে শাবির শিক্ষার্থীরা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ
ফের আন্দোলনে শাবির শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার:
প্রভাষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতার স্বার্থে তদন্ত রিপোর্ট দ্রুত প্রকাশ এবং তদন্তে প্রমাণ সাপেক্ষে এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচিতে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, গত বছরের ফেব্রুয়ারি মাসে বিগত প্রশাসনের সময়ে হওয়া প্রভাষক নিয়োগে বিস্তর দুর্নীতি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সর্বনিম্ন একাডেমিক সিজিপিএ ৩.৫০ পাওয়া আবশ্যক হলেও, ২০২৪ সালের নিয়োগে বিধি বহির্ভূতভাবে একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। অবৈধ এই নিয়োগের ফলে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ সিজিপিএ নিয়ে পাশ করা শিক্ষার্থীরা হয়েছেন বৈষম্যের শিকার।দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়া এ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচিকে যৌক্তিক দাবি হিসেবে উল্লেখ করে শাবিপ্রবির প্রক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, ইতোমধ্যেই এ ঘটনায় কার তদন্ত কমিটি তাদের রিপোর্ট দিয়েছে। আগমী সিন্ডিকেট মিটিং এ তা জানা যাবে।

Sharing is caring!