ওসমানীনগর প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় সিলেটের ওসমানীনগরে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, বীর মুক্তিযুদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা, বিজয় মেলা, শিশু কিশোরদের জন্য নানা প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে এই মহান বিজয় দিবস পালন করা হয়।
দিবসের প্রথম প্রহরে উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ শহীদ মিনারে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন- ওসমানীনগর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযুদ্ধা কমান্ড, ওসমানীনগর থানা পুলিশ, শেরপুর হাইওয়ে পুলিশ, তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ সমিতি, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, ওসমানীনগর প্রেসক্লাব, আনসার ভিডিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
পরে বিভিন্ন সরকারি দফতর, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের অডিটরিয়ামে বিজয় মেলার উদ্বোধন করা হয়। মেলায় দাপ্তরিক সেবা প্রদান, কারুশিল্প, কৃষিপূণ্য, বাঁশ বেতের তৈরী বিভিন্ন ধরণের পূন্য সামগ্রী স্থান পায় মেলাতে।
Sharing is caring!