প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিজয় দিবস উপলক্ষে ওসমানীনগরে প্রস্তুতি সভা

editor
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ণ
বিজয় দিবস উপলক্ষে ওসমানীনগরে প্রস্তুতি সভা

ওসমানীনগর প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিলেটের ওসমানীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধা আফতাব আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন, উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউপি চেয়ারম্যান এস.টি এম ফখর উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানী, সমাজ সেবা কর্মকর্তা জয়তি দত্ত, মৎস্য কর্মকর্তা মাশরুপা তাসলীম, কৃষি কর্মকতা উম্মে তামিমা, পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, তাজপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুকিদ, মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ হাসান, উপজেলা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন প্রমুখ।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, অধ্যক্ষ, শিক্ষক, মাদ্রাসা সুপার, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্যাপনের বিষয়ে প্রস্তুতি গ্রহন করা হয়।

Sharing is caring!