প্রেস বিজ্ঞপ্তি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, দেশের অর্থনীতির ভীত মজবুতে আয়কর প্রদানকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন সঠিক সময়ে কর প্রদান করে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।
শনিবার সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘Auditing And Taxation’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে ‘ZAuditing And Taxation’ বিষয়ে বক্তব্য রাখেন সিলেট কর অঞ্চলের যুগ্ম কমিশনার সৈয়দ ফাহাদ আল করিম এবং নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল ফাতে মোঃ রফিকুল ইসলাম। দিন ব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৭০ জনের অধিক কর্মকর্তা অংশগ্রহন করেন।
Sharing is caring!