প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে ট্রাক চাপায় প্রাণ গেলো ২ জনের

editor
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ণ
সিলেটে ট্রাক চাপায় প্রাণ গেলো ২ জনের

স্টাফ রিপোর্টার:
সিলেটের মোগলাবাজার থানা এলাকার পারাইরচক এলাকায় ট্রাক চাপায় এক চালক ও এক হেলপার নিহত হয়েছেন। গত সোমবার (১৪ মার্চ) রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাক চালক শাহীন মিয়া (৫০) ও হেলপার কামাল মিয়া (৪৫)।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় চাকা পাংচার হয়ে একটি ট্রাক বিকল অবস্থায় সড়কের এক পাশে দাঁড় করানো ছিল। ওই ট্রাকের চালক ও হেলপার বিকল ট্রাকটি মেরামত করার চেষ্টা করছিলেন।এসময় শ্রীরামপুর থেকে পারাইরচকের দিকে আসা পাথরবোঝাই অন্য একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ওসি জানান, মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকও। তবে চালক পালিয়ে গেছে।

Sharing is caring!