প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অবশেষে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

editor
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ণ
অবশেষে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Manual7 Ad Code

বিশ্বনাথ সংবাদদাতা:
পুলিশেরে হাকড়াসহ ছিনিয়ে নেওয়ার দুই সপ্তাহ পর সিলেটের ওসমানীনগরের সেই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আকছার আহমদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলাসহ ৭টি মামলায় আসামি। এর আগে গত ৩১ মার্চ গ্রেফতার হওয়ার পর হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়া হয়।

Manual5 Ad Code

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে আকছার আহমদকে গ্রেফতার করে পুলিশ।
আকছার আহমদ উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, গত ৩১ মার্চ উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকছার আহমদকে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে। পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গত ২ এপ্রিল ১৮ জনকে অভিযুক্ত করে পুলিশ এসল্ট মামলা দায়ের করলেও এতদিন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের উপর হামলার একটি ভিডিও গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করে। ঘটনার দুই সপ্তাহ পর পুলিশ অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে।

এদিকে, পুলিশের হাত থেকে হাতকড়াসহ আকছার আমদকে ছিনিয়ে নিলেও একই এলাকায় পরিত্যক্ত অবস্থায় হাতকড়া পাওয়ার বিষয় নিয়ে জনমনে রহস্য সৃষ্টি হয়েছে। হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার পর অতিরিক্ত পুলিশ সুপারের মধ্যস্থতায় গোপনে চাবি পাঠিয়ে হাতকড়া ফেরত আনার অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যমে এমন খবরে উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি গণমাধ্যমে অস্বীকার করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম।

Manual7 Ad Code

আকছার আহমদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার এস আই সফিক আহমদ।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code