কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৪২ বস্তা ভারতীয় চোরাই চিনি ও একটি নৌকাসহ ২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) উত্তর রনিখাই ইউনিয়নের ফেদারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার বিজয় পাড়ুয়া গ্রামের বশির মিয়ার ছেলে নৌকার মাঝি কুতুব উদ্দিন (২৪) ও একই গ্রামের আছদ্দর আলীর ছেলে মো. আলা উদ্দিন (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআইশরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার বেলা ১২টায় উত্তর রনিখাই ইউনিয়নের ফেঁদারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের সামনে পিয়াইন নদীর দক্ষিণ পাড় থেকে ৪২ বস্তা ভারতীয় চিনি ও চিনি পরিবহন কাজে ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত নৌকা সহ কুতুব উদ্দিন ও আলাউদ্দিনকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসিউজায়ের আল মাহমুদআদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় অবৈধ চিনি সহ ২জনকে আটক করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আনায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!