প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৬ হিজরি

কমলগঞ্জে ভাল্লুক আতঙ্ক : গভীর রাতে হানা দিচ্ছে জনপদে

editor
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ণ
কমলগঞ্জে ভাল্লুক আতঙ্ক : গভীর রাতে হানা দিচ্ছে জনপদে

কমলগঞ্জ সংবাদদাতা:
মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রামের একটি বাড়িতে মধ্যরাতে ঢুকে হামলা চালাল একটি ভাল্লুক। ঘটনাটি ঘটেছে মাধবপুর ইউনিয়নের ছয়ছিড়ি গ্রামের মনফর মিয়ার বাড়িতে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাত সাড়ে ৩টার দিকে চিৎকার শুনে গ্রামের লোকজন ভেবেছেন গ্রামে চোর ঢুকেছে। গ্রামবাসী লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে তখন দেখতে পান একটি ভাল্লুক দৌড়ে নদীর দিকে পালিয়ে যাচ্ছে। প্রাণীটিকে দেখার পর মুহূর্তেই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাড়িটির মালিক মনফর জানান, আমরা ঘুমিয়ে ছিলাম। রাত সাড়ে ৩টার দিকে আমার গরুর বিকট শব্দ শুনতে পেয়ে ঘুম ভাঙে। এ সময় আমি গোয়াল ঘরে ঢুকতেই ভাল্লুকটি আমার ওপর আক্রমণ করতে আসে। তখন নিজেকে বাঁচাতে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করলে সে আমার সোয়ার ঘরে ঢুকে পড়ে।

মনফর মিয়ার স্ত্রী জাহানারা বেগম জানান, প্রাণীর শরীরে লম্বা চুল ছিল, বারবার আমাদের আক্রমণ করার চেষ্টা করে; কিন্তু মশারি থাকায় আমাদের ওপর আক্রমণ করতে পারেনি। এত হিংস্র প্রাণী এর আগে কখনো দেখিনি।

ছয়ছিড়ি গ্রামের স্থানীয় আকরাম মিয়া, মন্টু মিয়া, মামুন আহমেদ জানান, দুই-তিন দিন ধরে রাত হলে কুকুরের দল ঘেউ ঘেউ করে। গ্রামের লোকজন বাহিরে বের হলে কোনো না কিছু দেখে যার যার ঘরে ফিরে যান। ঘটনার দিন আমরা রাতে মনফর মিয়ার বাড়ি থেকে চিৎকার শুনে ভেবেছি গ্রামে মনে হয় চোর ঢুকেছে। যখন আমরা মনফর মিয়ার বাড়ির সামনে এগিয়ে যাই- তখন দেখি একটি ভাল্লুক নদীর দিকে দৌড়ে পালাচ্ছে।

তারা আরও জানান, আমাদের মনে হচ্ছে পাহাড় থেকে ভাল্লুকটি খাবারের সন্ধানে গ্রামে ঢুকে পড়েছে। দিনে নদীর পাশে ঝোপ-ঝাড়ে লুকিয়ে থাকে, রাতে হলে গ্রামে প্রবেশ করে ভাল্লুকটি।

Sharing is caring!