প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কমলগঞ্জ গাঁজাসহ আটক ৩

editor
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ণ
কমলগঞ্জ গাঁজাসহ আটক ৩

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজার কমলগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদে মঙ্গলবার মধ্যরাতে শমশেরনগর টু ব্রাহ্মণবাজার সড়কের সরিষতলা এলাকা থেকে শমশেরনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে সিএনজি তল্লাশি করে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- শ্রীমঙ্গলের খেজুরীছড়া চা বাগানের মোহন খারিয়ার ছেলে অনীল খাড়িয়া (৩০), সুশীল খারিয়ার ছেলে রাজেন খাড়িয়া (২৪) এবং সিরাজনগর গ্রামের গফুর মিয়ার ছেলে ফুল মিয়া (৫৫) কে আটক করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওমর ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রীমঙ্গল থেকে মাদকের একটি চালান কুলাউড়ার ব্রাহ্মণবাজার যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে সিএনজিসহ ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Sharing is caring!