প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে বসতবাড়িতে আগুন, ২ নারীর মৃত্যু

editor
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে বসতবাড়িতে আগুন, ২ নারীর মৃত্যু

 

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে আগুন লেগে মা ও চাচির মৃত্যু হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) ভোর রাতে শহরতলীর মোস্তফাপুর গ্ৰামে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে‌। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অগ্নিদগ্ধ হয়ে শেখ রুমেল আহমদের মা মেহেরুন্নেসা (৭০) ও চাচি ফুলেছা বেগম (৬৫) নিজ বাড়িতেই শ্বাসরোধ হয়ে মারা যান।

 

মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্য চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরও জানান, ডুপলেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠক খানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

Sharing is caring!