প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে আটক ৬

editor
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে আটক ৬

মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে ৬ যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ, ১৯টি মোবাইল ফোন, মাদক সেবনের সরঞ্জাম, গাঁজা ও বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আটক যুবক ও মালামাল শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলো, শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের মকবুল হোসেনের ছেলে মো. ফাহিম (৩০), সোনার বাংলা রোডের আমির হোসেনের ছেলে মনির হোসেন (২৬), সাতগাঁও এলাকার মো. খোকন মিয়ার ছেলে মো. শিপন মিয়া (২৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তাজুল ইসলামের ছেলে তানভীর ইসলাম (২১) ও মাধবপুর উপজেলার নূর মিয়ার ছেলে মোখলেস মিয়া (৩০)।

সেনাবাহিনী সূত্র জানায়, শ্রীমঙ্গল সেনা ক্যাম্পের দায়িত্ব¡প্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সাজ্জাদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবন ও বিক্রয়, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় তাঁদের আটক করা হয়। অপরাধীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আটককৃত ৬জন ও মালামাল থানায় নিয়ে এসেছে সেনাবাহিনী। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Sharing is caring!