প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই

editor
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ
কমলগঞ্জে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জেহ সদর ইউনিয়নের সরইবাড়ি এলকার করিমবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতের একটি দোকানে আগুন লাগে মুহুর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় দোকানগুলোর ভেতরে থাকা মালামাল ও মূল্যবান সামগ্রী কিছুই আর রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে ততক্ষণে প্রায় ৬টি দোকানই পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।

Manual1 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ঘটনাস্থল পরিদর্শণ করেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা চান তারা।

Manual6 Ad Code

ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ক্ষয়ক্ষতির বিষয়টি দেখেছি, জেলায় প্রস্তাব পাঠানো হয়েছে। যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপজেলা প্রশাসন থেকে সহযোগীতা করা হবে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code