প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে রজব, ১৪৪৬ হিজরি

নৈতিকতা এখন মূল্যহীন

editor
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
নৈতিকতা এখন মূল্যহীন

 

প্রজন্ম ডেস্ক:

দেশে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা বা গুরুত্ব এখন নেই বললেই চলে। উপরন্তু যারা এসব বিষয় নিয়ে কথা বলেন তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। যে গুটিকয়েক মানুষের সৎভাবে চলার আগ্রহ রয়েছে, নৈতিকতাহীন লোকের আধিক্যের কারণে অধিকাংশ ক্ষেত্রে তারাও ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন। বলা হচ্ছে, সমাজে সবচেয়ে বেশি আয় করা ছেলেকে মা-ও বেশি ভালোবাসেন। কিন্তু ওই মা কখনো আয়ের উৎস জানতে চান না। পাশাপাশি শিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন ছেলেটি অনেক সময়ই সমাজে ‘অযোগ্য’ হিসেবে বিবেচিত হন। একই উদাহরণ স্ত্রী ও ছেলেমেয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। তারা বেশি আয় করা স্বামী ও বাবাকেই পছন্দ করেন।

এসব কারণে সমাজে এমন ধারণা বা ‘পারসেপশন’ প্রতিষ্ঠিত হচ্ছে, দেশের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়ের লোকজনও নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হতে পারছেন না। রাজনীতিক থেকে শুরু করে আমলা, পুলিশ, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিচারপতি, এমনকি নিম্ন আয়ের মানুষের মধ্যেও এখন নৈতিকতা ও মূল্যবোধের চর্চা নেই। মধ্যবিত্তের কেউ কেউ আলোচনা করলেও এই বোধকে সমুন্নত রাখা তাদের পক্ষে হয়ে ওঠে না। সব মিলিয়ে সমাজে এমন একটি অবস্থা দাঁড়িয়েছে, মানুষের ভরসা করার আর কোনো জায়গা থাকছে না। পাশাপাশি অনুসরণযোগ্য সৎ, সজ্জন ও নৈতিকতাসম্পন্ন বিশিষ্ট নাগরিকের সংখ্যাও এখন খুব কম। বিশিষ্ট নাগরিকদের মধ্যে ‘সততা’র কারণে অনেকে নির্ভরযোগ্য হলেও রাজনীতিতে জড়িয়ে তারা আবার সর্বমহলে গ্রহণযোগ্যতা হারাচ্ছেন।

গত বছর রাজনৈতিক পটপরিবর্তনে জনমনে একধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল- ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসায় নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ে সমাজে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণ ঘটবে। মানুষ কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলবেন। অন্তত সৎ থাকার তাগিদ তৈরি হবে জনমনে। কিন্তু এ প্রশ্নে কোনো উন্নতি বা দিকনির্দেনা এখনো দৃশ্যমান হয়নি। বরং ক্ষমতার নানামুখী টানাপোড়েন বা দ্বন্দ্ব প্রকাশ্য হয়েছে। ব্যাপক প্রত্যাশার মধ্যেই বর্তমানে নানা প্রশ্ন সামনে আসছে। উন্নয়ন, সংস্কার, নৈতিকতা ও সততার চর্চায় প্রতিবন্ধক হয়ে উঠছে মূল্যবোধের অবক্ষয়। ফলে জনমনে প্রশ্ন উঠেছে, নৈতিকতা ও মূল্যবোধ কি সমাজ থেকে হারিয়ে যাচ্ছে?

গ্রিক শব্দ Ethos থেকে এসেছে নৈতিকতার ইংরেজি শব্দ ‘Ethics’; যা দিয়ে চরিত্র, রীতিনীতি, সংস্কৃতিসহ নানা বিষয় বোঝায়। অন্যভাবে বললে, নৈতিকতা দিয়ে নীতিসম্পর্কিত বোধ বা অনুভূতিকে বোঝানো হয়। যার মাধ্যমে মানুষের আচরণ বা চরিত্র প্রকাশিত হয়। ওয়েবস্টার অভিধানের সংজ্ঞা অনুযায়ী, নৈতিকতা হলো এমন বিষয়, যা জবাবদিহির সঙ্গে ভালো ও মন্দের মাত্রা নির্ণয় করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জসিম উদ্দীন বলেন, ‘নৈতিকতার অবক্ষয়ের পেছনে অনেকগুলো সেক্টর কাজ করে। একটা সেক্টরকে এটার কারণ হিসেবে চিহ্নিত করা যাবে না। আমার কী দায়িত্ব ছিল, আমি কী করছি। এটা যদি আমি নিজেকে জিজ্ঞেস করি তাহলে কী উত্তর দেব? আমি কেমন? আমি যেটা করছি সেটা করার অধিকার আছে কি না। এ বিষয় নিয়ে নিজেকে ভাবতে হবে। উদাহরণস্বরূপ আমি শিক্ষক হিসেবে আমার কাজটা ঠিকমতো করছি কি না। আমরা তো নীতি-নৈতিকতার অনেক কিছুই জানি। কিন্তু জানার পরও তো শিক্ষকদের অনেকেই নৈতিকতাবিরোধী কাজ করছেন। আমি কি সমাজের উদ্দেশ্য পূরণ করতে পেরেছি। আমরা অন্যের সমালোচনা করি, কিন্তু নিজেরটা দেখি না।’

তিনি বলেন, নৈতিকতা চাপিয়ে দেওয়ার বিষয় নয়। এটাকে আইন দিয়ে কোনো কিছু করা যাবে না। এটা উপলব্ধির বিষয়। নিজ থেকে অর্জন করতে হবে।

 

বিতর্কের শীর্ষে রাজনীতিবিদরা

দেশের নীতিনির্ধারক হিসেবে বিবেচিত হন রাজনীতিবিদরা। মহান সংসদে নির্বাচিতদের মতামতের ভিত্তিতেই পাস হয় গুরুত্বপূর্ণ সব আইন। কিন্তু এই রাজনীতিবিদরাই যখন ক্ষমতায় থাকেন, তখন তাদের অধিকাংশেরই সম্পদ বেড়ে যায়। কেউ কেউ বনে যান টাকার কুমির। ফলে তাদের নৈতিকতা, সততা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। ক্ষমতার মেয়াদ শেষে তাদের অনেকেই আবার দুর্নীতির অভিযোগে আটক হন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) পরিচালিত একাধিক জরিপেও বিষয়টি উঠে আসে। সংস্থাটির ২০১৫ সালে করা ‘জাতীয় যুব-সততা জরিপ’-এ অংশগ্রহণকারী ৮৬ শতাংশ মনে করেন রাজনীতিতে সততার অভাব রয়েছে। একই প্রতিষ্ঠানের করা গ্লোবাল করাপশন ব্যারোমিটার-২০১২ অনুযায়ী, বাংলাদেশে সর্বোচ্চ দুর্নীতিপ্রবণ প্রতিষ্ঠান হলো রাজনৈতিক দল (৯৩ শতাংশ অংশগ্রহণকারীর মত)।

অন্যদিকে নির্বাচনি হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, প্রার্থীদের প্রথমবার জমা দেওয়া সম্পদের পরিমাণ পরবর্তী নির্বাচনের হলফনামায় শতগুণ বেড়েছে। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী সাবেক ২০ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ নজিরবিহীনভাবে বেড়ে যায়। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সম্পদ বাড়ে ২ হাজার ১৩১ শতাংশের বেশি।

বিগত সরকারের রাজনীতিবিদদের বড় ধরনের আর্থিক অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা এখন সামনে আসছে। নামে-বেনামে দেশের টাকা পাচার করেছেন তারা। নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পদ ছাড়তে হয় এক প্রতিমন্ত্রীকে। এ ছাড়া দলে নিজের অবস্থান সুসংহত রাখতে গ্রুপিংয়ের রাজনীতি করার চিত্র অনেকটা ওপেন সিক্রেট। তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাও কম মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

নিজেদের সুপিরিয়র মনে করেন আমলারা

রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমলারা। ফলে নিজেদের সুপিরিয়র বা সর্বোচ্চ ক্ষমতাবান মনে করা, আমিত্ব-ভাব প্রবলভাবে পেয়ে বসেছে তাদের। সম্প্রতি আন্তক্যাডার বিরোধেও বিষয়টি সামনে এসেছে। সবাই বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে যোগদান করলেও প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতিসহ সুযোগ-সুবিধা অন্যদের চেয়ে তুলনামূলক বেশি। বিষয়টি নিয়ে অন্যদের মধ্যে অসন্তোষ রয়েছে। অন্যদিকে এসব আমলার দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ার হার অনেকটা বেড়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর শীর্ষ পর্যায়ের অনেক আমলাকে গ্রেপ্তার করা হয়েছে। আগে এ সংখ্যা অনেক কম ছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের কারণে দুর্নীতিপরায়ণ হয়ে উঠছেন অধিকাংশ আমলা। প্রশাসনে সৎ কর্মকর্তাদের উৎসাহ দিতে চালু করা হয় শুদ্ধাচার পুরস্কার। বিস্ময়কর হলেও সত্য, এই শুদ্ধাচার পুরস্কার পাওয়া অনেকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের আরও ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের ছেলের ছাগলকাণ্ডে অনেকের দুর্নীতির খবর বেরিয়ে আসে। অন্তর্বর্তী সরকারের করা শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনেও বিষয়টি দেখা যায়। তাদের মতে, চোরতন্ত্রের মূল স্তম্ভ হিসেবে কাজ করেছেন আমলারা।

দুর্নীতির পাশাপাশি দলবাজিতেও আমলারা ছিলেন শীর্ষে। পেশাদার কর্মকর্তা হিসেবে নিরপেক্ষ ভূমিকার পরিবর্তে বিভিন্ন দলের স্বার্থ রক্ষায় তৎপর ছিলেন। ফলে সরকার পরিবর্তনের পর ওএসডি, পদত্যাগে বাধ্যকরণ, বদলির হিড়িক পড়ে যায়। আর এভাবেই আমলাতন্ত্রের নৈতিক অবক্ষয়ের বিষয়টি আজ জনমনে প্রতিষ্ঠা লাভ করেছে।

 

পেশাদারত্ব ভুলে তেলবাজিতে সাংবাদিকরা

ষাট, সত্তর, আশি; এমনকি নব্বইয়ের দশকে বলা হতো যে সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু সময়ের আবর্তে মহান সেই পেশার নৈতিকতা এখন প্রশ্নবিদ্ধ। কারণ সাংবাদিকদের মধ্যে একটি শ্রেণি পেশাদারত্ব ভুলে এখন তেলবাজি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে অনেক সম্পাদককে প্রশ্নের বাইরে অপ্রাসঙ্গিকভাবে প্রশংসা করতে দেখা গেছে; যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচিত হয়। অনেকে এসব প্রশংসাকে ‘তেলবাজি’ বলে অভিহিত করেন। এ ছাড়া অর্থের বিনিময়ে নিউজ করা, নিউজ বন্ধ করা, নানা ধরনের আর্থিক অনিয়মে জড়িত থাকার তথ্য সামনে আসায় পেশাদার সাংবাদিকরাও এখন বিব্রত ও লজ্জিত বোধ করেন। এ ছাড়া অনেকের নামে-বেনামে সম্পদশালী হওয়ার তথ্যও প্রকাশ পেয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর নেতৃস্থানীয় সাংবাদিকদের পর্যন্ত আত্মগোপনে যেতে হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, অন্যান্য পেশার মতোই সাংবাদিকতা পেশাও আজ কলুষিত হয়েছে। তাদের সততা ও নৈতিকতা নিয়েও সমাজে বিতর্ক তৈরি হয়েছে।

 

চিকিৎসকদের প্রশ্নবিদ্ধ কর্মবিরতি

দেশে বিভিন্ন সময় চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা দিতে দেখা যায়। পর্যবেক্ষকদের মতে, অনেক ক্ষেত্রে দাবি যৌক্তিক থাকলেও মানুষের জীবন-মরণের সঙ্গে যুক্ত এ মহান পেশাজীবীদের কর্মবিরতি নিয়ে নানা প্রশ্ন রয়েছে। গত বছরের সেপ্টেম্বরেও চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দেন। এ সময় অনেক রোগীকে ভয়ংকর রকম দুর্ভোগ পোহাতে হয়। আবার অনেক সময় ভুল চিকিৎসার অভিযোগে রোগীর স্বজনরা চিকিৎসকদের সঙ্গে মারমুখী আচরণ করেন, যা চিকিৎসকদের জন্য আতঙ্কের। অনেক হাসপাতাল কর্তৃপক্ষ বেশি মুনাফার জন্য রোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়। অনেক মানবিক চিকিৎসক আছেন যারা গরিব রোগীদের ক্ষেত্রে কম ফি নিয়ে থাকেন বা বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। আবার অনেক চিকিৎসক রোগীদের জিম্মি করে টাকা আদায় করেন। এসব ক্ষেত্রে নৈতিকভাবে চিকিৎসকদের আরও শক্তিশালী হওয়া দরকার বলে মনে করেন অনেকেই।

বিচারকরাও বিতর্কের মুখে

মহান পেশার মধ্যে বিচারকদের থাকার কথা মর্যাদার শীর্ষে। কারণ তাদের রায়ের ওপর সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। কেউ কেউ মহান সৃষ্টিকর্তার পরেই বিচারকদের অবস্থান নির্ণয় করে থাকেন। কিন্তু সেই বিচারকদের নিয়ে সমাজে এখন বিতর্ক তৈরি হয়েছে। একটি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার ঘটনা নিয়ে সমাজে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বলা হচ্ছে, বিচারকরাও বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারছেন না। তাদের মধ্যেও নৈতিকতার অভাব দেখা গেছে। আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সরকার পতনের পর পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়েন। স্থানীয় জনগণ তাকে অপদস্ত করেন। অথচ তার থাকার কথা ছিল মর্যাদার আসনে। এ ছাড়া দলীয় দৃষ্টিভঙ্গি থেকে রায় দেওয়ায় এবং আর্থিক অপরাধে জড়িয়ে পড়ায় অনেককে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।

 

পুলিশ সদস্যরাও দুর্নীতিতে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে জনগণের সবচেয়ে কাছের বন্ধু হওয়ার কথা ছিল পুলিশের। কিন্তু নানা ধরনের অনিয়মের কারণে তাদের অনেকে এখন জনগণের শত্রুতে পরিণত হয়েছেন। জুলাই-আগস্ট আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এ কারণে ছাত্র-জনতাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। পুলিশের শীর্ষ থেকে নিম্নপর্যায়ের লোকজনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। সাবেক আইজিপি বেনজীর আহমেদের অঢেল সম্পদও দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। তার অবৈধ দখলদারি থেকে বাদ যায়নি সরকারি জমিও। এ ছাড়া ক্ষমতার পটপরিবর্তনে অনেক ঊর্ধ্বতন পুলিশ সদস্যকে দেশ ত্যাগ করতে হয়েছে। এসবের পেছনে নৈতিকতার অধঃপতনকে দায়ী করছেন বিশ্লেষকরা।

 

নীতিহীন ব্যবসায়ীরাই গড়ে তুলছেন সিন্ডিকেট

ব্যবসায়ীদের সিন্ডিকেটের কাছে সবাই জিম্মি। প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে। যখন যে পণ্যের মৌসুম, সেই পণ্যের দাম পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে। কিছুদিন আগেই বাজার থেকে উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন তেল। কিন্তু দাম বাড়ানোর ঘণ্টাখানেক পর অধিকাংশ দোকানে দেখা যায় শত শত তেলের বোতল। একইভাবে অধিকাংশ নিত্যপণ্যের দাম বাড়াতে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। ডিম নিয়ে কারসাজিও সিন্ডিকেটের। সরকারের একার পক্ষে এই সিন্ডিকেট ভেঙে দেওয়া কঠিন বলে মনে করছেন অনেকে। যদি ব্যবসায়ীরা নৈতিকতা ও মূল্যবোধ বজায় রাখেন, তাহলে এসব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসবে।

বিশ্লেষকরা মনে করছেন, বর্তমানে দেশের নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের ফলে সমাজে একধরনের ভাঙন সৃষ্টি হয়েছে, যা দেশের সামগ্রিক অগ্রগতিতে বাধা তৈরি করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, যা নৈতিকতা ও মূল্যবোধ তৈরির জন্য গুরুত্বপূর্ণ জায়গা, সেগুলোও এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। দেশের অগ্রগতির জন্য নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম দরকার। এসবের অবক্ষয়ের ফলে সৃষ্ট ক্ষত সরাতে না পারলে দেশের সামগ্রিক উন্নয়নসহ কোনো কিছুই টেকসই হবে না।

Sharing is caring!