প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ, ‘সাকিব হতে’ আর এক ধাপ

editor
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৪, ০২:১২ অপরাহ্ণ
অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ, ‘সাকিব হতে’ আর এক ধাপ

 

 

স্পোর্টস ডেস্ক:

মেহেদী হাসান মিরাজ কি পারবেন সাকিব আল হাসানের আসনে বসতে? বাংলাদেশের আর কেউ কি কখনও দীর্ঘ সময় অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটি নিজের করে রাখতে পারবেন?

মিরাজের মধ্যে সেই সামর্থ্য দেখছেন অনেকেই। যদিও এখনও অনেকটা পথ বাকি। তবে এরই মধ্যে শীর্ষ অলরাউন্ডার হওয়ার পথে অনেকদূর এগিয়েছেন মিরাজ।

 

আইসিসির সবশেষ টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন মিরাজ। টাইগার অলরাউন্ডার দুই ধাপ এগিয়েছেন, পেছনে ফেলেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে। মিরাজের ওপরে এখন শুধু রবীন্দ্র জাদেজা।

যদিও জাদেজা রেটিং পয়েন্টে অনেক এগিয়ে। ৪১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতীয় অলরাউন্ডার। মিরাজের পয়েন্ট এখন ২৮৪। এক পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে অশ্বিন।

 

এদিকে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন জাকের আলী। কিংস্টনে দ্বিতীয় ইনিংসে ৯১ রান করে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখা জাকের ২১ ধাপ এগিয়ে উঠেছেন ৬৩ নম্বরে।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬ ধাপ এগিয়ে উঠেছেন ৬২ নম্বরে। কিংস্টনে ৬৪ ও ৪৬ রান করা ওপেনার সাদমান এগিয়েছেন ২৩ ধাপ, উঠেছেন ৭৪ নম্বরে।

বাংলাদেশের বোলারদের মধ্যে এগিয়েছেন তাইজুল ইসলাম আর তাসকিন আহমেদ। তিন ধাপ এগিয়ে তাইজুল ২১ নম্বরে আর তাসকিন ৪৯ নম্বরে। হাসান মাহমুদ সাত ধাপ এগিয়ে উঠেছেন ৫১ নম্বরে। ১৫ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে উঠে এসেছেন নাহিদ রানা।

Sharing is caring!