প্রজন্ম ডেস্ক:
কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জলবায়ুর প্রভাবে কৃষি হুমকির মুখে। ফসলসহ মানুষও নানা ধরনের ক্ষতির মুখে পড়ছে। কৃষকেরা খাদ্য উৎপাদন থেকে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কিন্তু তারা খুব বেশি সুবিধা পাচ্ছে না।’
মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে এক সেমিনারে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
ড. ইউনূস আরও বলেন, ‘দেশে নারী কৃষকের সংখ্যাও বাড়ছে। জলবায়ুর প্রভাবে নারীরাও হুমকির মুখে রয়েছে।’
এ সময় জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থ খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘জলবায়ু প্রভাবের যে সমস্যা তা আমরাই তৈরি করেছি। এটার সমাধানের জন্য এখানে আসছি। আমরা যদি সাত দিন কার্বন নিঃসরণ করি তাহলে নিজেরা এক দিন কমিয়ে ছয় দিনে নিয়ে আসি। এভাবেই কার্বণ নিঃসরণ কমাতে হবে। তরুণরাই এ বিষয়ে বেশি গুরুত্ব রাখতে পারে।’
‘তরুণরাই সারা পৃথিবিতে সব ধরনের পরিবর্তনে নেতৃত্ব দিয়েছে। ফলে জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবিলায়ও এগিয়ে আসার আহ্বান জানাই,’ যোগ করেন তিনি।
দেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে এই অর্থনীতিবিদ বলেন, ‘দেশের যে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে তা অনেকটাই উচ্চবিত্ত মানুষের জন্য। কৃষকেরা ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই কৃষকদের সুবিধা বাড়াতে ও সকল মানুষের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে গ্রামীণ ব্যাংক যে ফরমুলা ব্যবহার করে তা সকল ব্যাংকে চালু করা উচিত।’
Sharing is caring!