প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মাঠ পর্যায়ের নির্বাচনকালীন আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইসি কর্মকর্তারাও

editor
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ণ
মাঠ পর্যায়ের নির্বাচনকালীন আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইসি কর্মকর্তারাও

স্টাফ রিপোর্টার:
নির্বাচনকালীন সময়ে বিভাগ ও জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কোর কমিটিতে নির্বাচন কর্মকর্তাকেও রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে তাদের নির্বাচনকালীন সময়ের জন্য অন্তর্ভুক্ত করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মামুন এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে পাঠিয়েছেন। যার অনুলিপি নির্বাচন কমিশনকেও দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের জন্য বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসককে সভাপতি করে কোর কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচনকালীন সময় এ কার্যক্রমের সুষ্ঠু সমন্বয়ের স্বার্থে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ওই কমিটিতে অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশন অনুরোধ জানায়। সেই আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এই নির্দেশনার ফলে নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সভা ও কার্যক্রমে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারাও সরাসরি যুক্ত থাকবেন।

Sharing is caring!