প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি

যেকোনো দলের অপতৎ পরতা প্রতিরোধে প্রস্তুত ডিএমপি’

editor
প্রকাশিত মার্চ ৩০, ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ণ
যেকোনো দলের অপতৎ পরতা প্রতিরোধে প্রস্তুত ডিএমপি’

স্টাফ রিপোর্টার:
নিষিদ্ধঘোষিত যেকোনো দলের অপতৎপরতা প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, এবার ঈদে সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই। তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে ও রাজধানীর ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।

রবিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে এসে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, সারা দেশের মতো ঢাকা মহানগরীতেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা এ ঈদগাহে নামাজ আদায় করবেন।

ডিএমপি কমিশনার বলেন, এবার নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি সিটিটিসি, এটিইউ সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। এ ছাড়া শতাধিক সিসি ক্যামেরার নজরদারিও থাকবে।

Sharing is caring!