কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহ জহুরুল হোসেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করে জনগণের সেবা প্রদান সহজীকরণ করতে হবে। স্থানীয় সরকারকে রাজনীতি প্রভাবমুক্ত করে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস মালাকার, উপজেলা প্রকৌশলী তারেক বিন আনোয়ার, কুলাউড়া থানার এসআই হাবিব, সংবাদকর্মী ময়নুল হক পবন, নাগরিক কমিটির প্রতিনিধি লিংকন তালুকদার, প্রমুখ।
সভার পূর্বে এক র্যালি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com