প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুলাউড়ায় ৩ জন গ্রেফতার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ
কুলাউড়ায় ৩ জন গ্রেফতার

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ৩ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারের পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন টিপু, গৌছ মিয়া ও পাভেল মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এ অপারেশনের অংশ হিসেবে জেলার পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশে ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছারের নেতৃত্বে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কুলাউড়া থানার ওসি গোলাম আপছার বলেন, গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Sharing is caring!