কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত প্রায় ৩ শতাধিক ছাত্রীদের উপস্থিতিতে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, সহকারী শিক্ষক সুরমান আলী ও শাহজাহান আলম, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের কলম ও চকলেট দিয়ে বরণ করা হয়। পরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Sharing is caring!