প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই রজব, ১৪৪৬ হিজরি

কুলাউড়ায় জেলা পরিষদের সাবেক সদস্য নানু গ্রেপ্তার

editor
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ণ
কুলাউড়ায় জেলা পরিষদের সাবেক সদস্য নানু গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা পরিষদের সাবেক সদস্য বদরুল আলম সিদ্দিকী নানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে ভাটেরা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নানু ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্বে রয়েছেন।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের সার্বিক দিকনির্দেশনায় সোমবার রাতে ভাটেরা ইউনিয়ন বাজার এলাকায় অভিযান চালিয়ে নানুকে গ্রেপ্তার করা হয়।

সুজন তালুকদার আরও বলেন, নানুর বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

Sharing is caring!