কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় গাজীপুর গ্রামের লোকজনের যাতায়াতের সুবিধার্থে রাস্তার জন্য জমি দান করে উদারতা দেখালেন দুই সহোদর। দীর্ঘদিন থেকে এলাকার মানুষের যাতায়াত সমস্যার সমাধান হলো আনোয়ারুল হক চৌধুরী সড়ক নামকরণের মধ্যদিয়ে। দুই সহোদর তালহাতুল হক চৌধুরী রাহাত ও আরফাতুল হক চৌধুরী রিফাতের দানকৃত জমিতে পিতার নামে নামকরণ করা সড়কটি উন্মুক্ত হলো।
রোববার (৬অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামে সড়কের সামনে সাইনবোর্ড টাঙ্গিয়ে ফিতা কেটে রাস্তা নামকরণের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সাংবাদিক মাহফুজ শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, কুলাউড়া থানার এএসআই আরিফুল ইসলাম, ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু, সাবেক ইউপি সদস্য মো. আব্দুল জলিল, সমাজসেবক মিসবাহ উদ্দিন চৌধুরী, দাতা সদস্য তালহাতুল হক চৌধুরী ও আরফাতুল হক চৌধুরী, সৈয়দ আফতাবুর আলী, সৈয়দ ইকবাল হোসেন, সারওয়ার চৌধুরী প্রমুখ।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামে রেঞ্জ অফিস সংলগ্ন কুলাউড়া-সাগরনাল সড়কের সম্মুখ থেকে পশ্চিমমুখী গাজীপুর বস্তি সড়ক পর্যন্ত প্রায় ৬০০ ফুট সড়কের নতুন নাম দেওয়া হয়েছে মরহুম আনোয়ারুল হক চৌধুরী সড়ক। এতে প্রায় ২৫টি পরিবারের লোকজন উপকৃত হবে। সদর ইউনিয়নের কুলাউড়া-গাজীপুর-সাগরনাল পাকা সড়ক থেকে পশ্চিমমুখী গাজীপুর গ্রামে প্রবেশে প্রায় ৬০০ মিটার দীর্ঘ একটি কাঁচা রাস্তা রয়েছে। কুলাউড়ার সাদেকপুর মৌজায় বিভিন্ন দাগে গাজিপুর গ্রামের বাসিন্দা মরহুম আনোয়ারুল হক চৌধুরীর ব্যক্তি মালিকানা জমি পড়েছে। ওই জমিটি ব্যবহার করে স্থানীয় একটি পক্ষ তাদের জমি প্লট আকারে বিভিন্ন লোকজনকে ভূলবুঝিয়ে আনোয়ারুল হক চৌধুরীর জমি ব্যবহার করতে পারবেন বলে বেশি দামে জমি বিক্রি করেন। ওই এলাকায় কিছু পরিবার জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে এলাকাবাসীর দাবিতে প্রশাসনের মধ্যস্থতায় নিজের জমিতে থাকা সীমানা প্রাচীর ভেঙ্গে রাস্তার জন্য জমি দান করেন দুই সহোদর রাহাত ও রিফাত।
গাজীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা শাহিন মিয়া, আতিক আহমদ, মনাফ মিয়া, সুজেল, তারেক আহমদ, তছলিমা বেগম প্রমুখ জানান, আমরা আগে অনেক জায়গা ঘুরে প্রধান সড়কে যেতে হতো। বর্তমানে সড়কটি উন্মুক্ত হওয়ায় দীর্ঘদিনের সমস্যা লাঘব হলো। রাহাত ও রিফাত দুই ভাইয়ের এমন উদারতায় এলাকাবাসী কৃতজ্ঞ। রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, প্রশাসনের মধ্যস্থতায় দাতা সদস্যদের উদারতায় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় দীর্ঘদিনের বিরোধকৃত রাস্তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এলাকার প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ থাকলে সমাজব্যবস্থা শক্তিশালী হবে।
রাস্তায় দাতা পরিবারের সদস্য তালহাতুল হক চৌধুরী ও আরফাতুল হক চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে জনস্বার্থে ৪ শতক জমি দান করলে প্রশাসন ও এলাকাবাসী সড়কটি আমাদের পিতার নামে নামকরণ করেন। অতীতে আমার পিতাও মানুষের কল্যাণে যেভাবে কাজ করেছেন ঠিক বাবার মতো আমরাও যেন সবসময় মানুষের কল্যাণে কাজ করতে পারি।
উল্লেখ্য, কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা আনোয়ারুল হক চৌধুরী ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি ২০০৪ সালে মৃত্যুবরণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com