প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বিজিবি’র অ ভি যা নে ৬৪ লক্ষ টাকার ভারতীয় চিনি-গরু জব্দ

editor
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ণ
বিজিবি’র অ ভি যা নে ৬৪ লক্ষ টাকার ভারতীয় চিনি-গরু জব্দ

স্টাফ রিপোর্টার:
সিলেট সীমান্তে পৃথক ৫ অভিযানে ৬৪ লক্ষ টাকার ভারতীয় চোরাই চিনি ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ১৯ ব্যাটালিয়নের কয়েকটি টিম ৭ থেকে ৯ অক্টোবর- এই দুই দিনে অভিযানগুলো পরিচালনা করে।

অভিযানে ট্রাকে বালুর নিচ থেকে ৫০ লাখ টাকার চিনি, সিএনজিচালিত অটোরিকশা ও বিভিন্ন স্থান থেকে আরও ২৮০০ কেজি চিনি ও সীমান্ত থেকে প্রায় ৫ লাখ টাকার ৭টি গরু এবং একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবি (পিএসসি) জানান- বুধবার (৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সুরাইঘাট বিওপি’র একটি টহল দল কানাইঘাট উপজেলার মালিগ্রাম নামক স্থানে সিলেট-সুনামগঞ্জ সড়কে একটি সন্দেহজনক ট্রাকে সিগন্যাল দিয়ে এতে থাকা বালুর নিচ থেকে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চোরাই চিনি জব্দ করে।

এছাড়া বুধবার ভোররাত ৪টার দিকে জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী ঘিলাতৈল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৭ টি ভারতীয় গরু আটক করে। এগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৯০ হাজার টাকা।

অপরদিকে, সোম ও মঙ্গলবার (৭ ও ৮ অক্টোবর) বিভিন্ন সময় বিজিবি ১৯ ব্যাটালিয়নের জৈন্তাপুর, লালাখাল, সুরাইঘাট ও লোভাছড়া বিওপি’র ৩ টি টহল দল বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্থান এবং একটি অটোরিকশা থেকে মোট ২৮০০ কেজি চোরাই চিনি জব্দ করে। এসময় অটোরিকশাটিও আটক করা হয়। এসবের আনুমানিক মূল্য ৯ লাখ ২০ হাজার টাকা।

জব্দকৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা দিয়েছেন বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবি (পিএসসি) বলেন- বিজিবি সীমান্তের সুরক্ষা নিশ্চিতকরণে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

Sharing is caring!