নিউজ ডেস্ক:
উচ্চশিক্ষার জন্য অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের জায়গা কানাডা। মূলত শিক্ষার মান, স্কলারশিপ প্রাপ্তি, বাৎসরিক টিউশন ফি, আবাসন সুবিধা, শিক্ষার্থীদের আয়ের পথ এবং শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ ইত্যাদি বিবেচনায় কানাডায় উচ্চশিক্ষার আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে। দেশটিও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তিও দিচ্ছে।
কানাডায় বিদেশি শিক্ষার্থীদের জন্য সরকারি-বেসরকারি দুই রকমের বৃত্তির ব্যবস্থা রয়েছে। সে রকমই একটি বৃত্তি হলো ট্রেন্ট ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ-২০২৫। এ বৃত্তির জন্য ইতিমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ২০২৫ সালের ট্রেন্ট ইউনিভার্সিটি বৃত্তির আওতায় ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা: ট্রেন্ট ইউনিভার্সিটি স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য একাধিক বৃত্তি দিয়ে থাকে। যেমন: ট্রেন্ট আন্তর্জাতিক গ্লোবাল সিটিজেনস স্কলারশিপের পরিমাণ ২০০০-২৫০০০ ডলার। ট্রেন্ট আন্তর্জাতিক গ্লোবাল সিটিজেনস স্কলারশিপের পরিমাণ ২৫০০০ ডলার, ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ বৃত্তির পরিমাণ ২৫০০০ ডলার ও জাস্টিন চিউ আন্তর্জাতিক বৃত্তির পরিমাণ ৩০০০-১৫০০০ ডলার।
অধ্যয়নের বিষয়সমূহ: অ্যাকাউন্টিং,ফলিত কৃষি, ফলিত নীতিশাস্ত্র (বিকল্প), নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব, কলা ও বিজ্ঞান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, বায়োমেডিকেল সায়েন্স, জীববিদ্যা, ব্যবসায় প্রশাসন, ব্যবসা এবং কলা, ব্যবসা এবং বিজ্ঞান, ব্যবসায়িক যোগাযোগ, রসায়ন।
আবেদনের যোগ্যতা: আবেদনের অন্যতম শর্ত হচ্ছে আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। শিক্ষার্থীকে অবশ্যই ট্রেন্ট ইউনিভার্সিটির স্নাতক ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটের এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৫।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com