প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

ট্রাম্পের সাবেক পুত্রবধূর সঙ্গে সম্পর্কে জড়ালেন টাইগার উডস

editor
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ণ
ট্রাম্পের সাবেক পুত্রবধূর সঙ্গে সম্পর্কে জড়ালেন টাইগার উডস

আন্তর্জাতিক ডেস্ক :
গলফ সুপারস্টার টাইগার উডস রোববার এক সামাজিকমাধ্যম পোস্টে তার নতুন সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখা উডস এই প্রথমবারের মতো তার সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন, যেখানে জানান তিনি ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভানেসা ট্রাম্পের সাথে ডেট করছেন। সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

উডস এক্স প্ল্যাটফর্মে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ভালোবাসা আকাশে ভাসছে এবং তোমার পাশে জীবন অনেক সুন্দর।’ ছবিতে উডস এবং ভানেসা একসাথে আরামদায়ক মুহূর্ত কাটাচ্ছেন।

তিনি আরও যোগ করেন, ‘এখন আমরা আমাদের প্রিয়জনদের জন্য গোপনীয়তা কামনা করি’।

এই ঘোষণাটি আসে কিছুদিন ধরে চলা গুজবের পর, যেখানে উডস এবং ভানেসা ট্রাম্পের সম্পর্ক নিয়ে নানা ট্যাবলয়েডে আলোচনা হচ্ছিল।

ভানেসা ট্রাম্প ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সাথে ১৩ বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ ঘটিয়েছিলেন, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই ছবি পোস্ট করেন। যৌথভাবে তারা এ ঘোষণা দেন।

টাইগার উডসের জন্য এমন একটি প্রকাশ্য সম্পর্কের ঘোষণা কিছুটা অপ্রত্যাশিত ছিল। তার জীবনযাত্রা এতদিনে গোপনীয়তার প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল, তার বিলাসবহুল ইয়টের নাম পর্যন্ত রাখা হয়েছিল ‘প্রাইভেসি’। ২০০৯ সালে তার যৌন কেলেঙ্কারি প্রকাশ হওয়ার পর তার ব্যক্তিগত জীবন আলোচনায় চলে আসে, যা তার ক্যারিয়ারের জন্য বিপর্যয় ডেকে আনে।

এলিন নর্ডেগ্রেনের সঙ্গে তার ৬ বছরের দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে ছিল উডসের একাধিক সম্পর্কের ঘটনা, এমনকি বলা হয়েছিল, তিনি তার বিবাহিত জীবনে ১২০ জনেরও বেশি নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন।

Sharing is caring!