
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের একটি চা বাগান থেকে হত্যা মামলার আসামী মো. আবদুল হান্নানকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বাহুবল থানার রামপুর চা বাগানের ম্যানেজারের বাংলোতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া আবদুল হান্নান হবিগঞ্জ জেলার বাহুবল থানার দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত আবদু সহিদের ছেলে। তিনি বাহুবল থানার একটি হত্যা মামলার আসামী বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
Sharing is caring!