হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। তারা স্থানীয় একটি কোম্পানীতে কাজ করতেন। কাজে যোগ দিতে যাওয়ার পথে বাস তাদের মৃত্যু হয়।
আজ শনিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার বাদশা কোম্পানির সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বানিয়াচঙ্গ উপজেলার মজলিশ পুর গ্রামের মনসুর মিয়া মেয়ে উর্মী আক্তার, নবীগঞ্জ উপজেলার জান্তরি গ্রামের কাইয়ুম উল্লাহ মেয়ে দিলারা বেগম ও রুমি আক্তার। তারা সবাই বাদশা পাইওনিয়ার কোম্পানিতে কাজ করতেন।
পুলিশ জানায়, সকালে শ্রমিকরা কোম্পানির কাজে যোগ দিতে ব্যাটারি চালিত অটোরিকশায় করে রওয়ানা দেয়। কোম্পানির পাশে শাহজিবাজার এলাকায় পৌছলে দ্রুত বেগে আসা একটি বাস ও অটোরিকশাকেধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ২ জন নারী শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। একজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com