প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলি : আহত অর্ধশত

editor
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ণ
হবিগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলি : আহত অর্ধশত

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে মাছ ধরা নিয়ে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অর্ধশত। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, সদর উপজেলার জয়নগর গ্রামের পার্শ্ববর্তী একটি বিল লিজ নেয় রিচি গ্রামের জসিম-ওয়াসিমসহ তার লোকজন। সোমবার সন্ধ্যায় মাছ ধরার জন্য লিজকৃত ওই বিলের বাঁধ কেটে পানি ছেড়ে দেয় জসিমের লোকজন। কিন্তু এতে বাঁধা দেয় জয়নগর গ্রামের মানিক মিয়ার ছেলে নাজমুল মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়।

Manual3 Ad Code

এক পর্যায়ে দু’ গ্রামের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রিচি গ্রামের লোকজন আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে গুলিবিদ্ধ হয় প্রতিপক্ষের লোকজন। প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা এ সংঘর্ষে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক লোকজন আহত হন।

Manual2 Ad Code

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে জয়নগর গ্রামের জলিল মিয়া, বাছির মিয়া, নাজমুল ও জব্বার আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, বিলে মাছ ধরা নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code