প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে র‍‍্যাবের জালে আরও এক আ. লীগ নেতা

editor
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ
সিলেটে র‍‍্যাবের জালে আরও এক আ. লীগ নেতা

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শরিফ উদ্দিন (শরাফ)-কে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগরের নাইওরপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- ৫ আগস্টের পর সিলেটের গোলাপগঞ্জ ও মোগলাবাজার থানায় দায়েরকৃত হত্যাসহ বিভিন্ন মামলার আসামি শরিফ উদ্দিন শরাফ। এর মধ্যে মোগলাবাজার থানায় তার বিরুদ্ধে ২৩ সেপ্টেম্বর নাশকতা মামলায় দায়ের করা হয়। র‍‍্যাব ওই মামলায় তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে শরিফ উদ্দিনকে।

Sharing is caring!