গোলাপগঞ্জ সংবাদদাতা:
গোলাপগঞ্জে ট্রেডিং কর্পোরেশন আব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। গত কয়েকদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে সরকারী এসব পণ্য বিক্রি কার্যক্রম। এছাড়া যেকয়েকদিন পণ্য বিক্রি হয়েছে এই তালিকায় ছিলনা সয়াবিন তেল। ফলে গ্রাহকরা তেলবিহীন চাল ও ডাল নিতে অনেকেরই ছিল অনিহা। আবারও সয়াবিন তেলসহ চাল ও ডাল দেওয়ায় ভেজায় খুশি লোকজন।
এদিকে টিসিবি'র পণ্য বিক্রি দেখতে পৌরসভায় অবস্থিত এই শপটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
জানা যায়, উপজেলার পৌরসভাসহ ঢাকাদক্ষিণ, ভাদেশ্বর, ফুলবাড়ী, বাঘাসহ ১১টি ইউনিয়নে টিসিবি'র পণ্য বিক্রি করা হয়। গত কয়েকদিন পণ্য বিক্রি বন্ধ থাকার পর পূণরায় বিক্রি কার্যক্রম শুরু হলেও চাল এবং ডাল দিলেও সয়াবিন তেল ছিলনা। এতে লেকজন মনোক্ষুণ্ণ হয়ে চাল ও ডাল না নিয়েই অনেক লোকজন ফিরে যান। এখন ববারও সয়াবিন তেল সহ চাল ডাল বিক্রি শুরু হয়েছে। পৌরসভায় সপ্তাহে ২দিন দেয়া হয় এসব পণ্য। ৯টি ওয়ার্ডে দুইদিন পণ্য বিক্রি শুরু হলেও লোকজনদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। এসব পণ্য বিক্রি দেখতে পৌরসভায় বুধবার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল। এসময় তিনি গ্রাহকদের সাথে কথা বলেন।
পৌরসভার টিসিবি'র ডিলার মেসার্স হাফসানা এন্ড ব্রাদার্সের প্রোপািটর মাহিন আহমদ জানান, টিসিবির পণ্যের মধে দেয়া হয় সয়াবিন তেল, চাল ও ডাল। কিন্ত কয়েকবার সয়াবিন তেল দেওয়া হয়নি। এখন আবারও সয়াবিন তেল দেওয়ার কারণে লোকজন এখন খুশি।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com