প্রেস বিজ্ঞপ্তি:
সিলেটের গোলাপগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য গোলাপগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের দাড়িপাতন এলাকায় ৫ শতক জমি দান করেছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, মার্চেন্ট শামীম আহমদ রাসেল।
বুধবার (২৫) ডিসেম্বর দুপুর ১২টায় গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের পাশে দানকৃত ভূমি সরজমিনে পরিদর্শন করে জমি চিহ্নিতকরণ হয়।
পরে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেটের গোলাপগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ শাহ আলম।
ভূমিদাতা শামীম আহমদ রাসেলের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য দেন, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা,
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, জাতীয়তাবাদী ফোরাম ইতালি মিলান শাখার সভাপতি ময়েজুর রহমান ময়েজ, পৌর বিএনপির সহ-সভাপতি ফয়জুর রহমান বদরুল।
সভা শেষে দোয়া পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা সভাপতি ইলিয়াস বিন রিয়াসত।
সভায় বক্তারা, জনস্বার্থে ৫শতক ভুমি দান করায় ভূমিদাতা শামীম আহমদ রাসেলকে পুলিশ প্রশাসন ও গোলাপগঞ্জের নাগরিকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসাথে এই উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে ছালিক চৌধুরীসহ যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান বক্তারা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন, গোলাপগঞ্জ এ ওয়াহাব প্লাজা মার্কেটের ব্যবসায়ী ও আমেরিকা প্রবাসী হোসেন আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা সামসুল হক জুনেদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি আবিদ আহমদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংবাদিক ফারহান মাসুদ আফছর, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহবুবুল হক লুল, উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ মনসুর আহমদ।
Sharing is caring!