প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট সীমান্তে নারীসহ আটক ৪

editor
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৪, ১২:০৬ অপরাহ্ণ
সিলেট সীমান্তে নারীসহ আটক ৪

স্টাফ রিপোর্টার:
ভারতে অনুপ্রবেশের ছয় মাস পর ফেরার পথে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে এক নারীসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সদস্যরা গোয়াইনঘাট এলাকার সীমান্তবর্তী রানীরঘাট এলাকা থেকে তাঁদের আটক করেন।

আটক চারজন হলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভাইয়ারপাড়া গ্রামের মো. জহির উদ্দীন (২৯), তাঁর স্ত্রী আফরোজা সুলতানা (২২), নোয়ারভিলা গ্রামের মো. রাকিবুল ইসলাম (১৮) এবং পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামের মো. মিরাজ (২৭)।

বিজিবি সূত্রে জানা যায়, বি‌জি‌বি ৪৮ ব‌্যাটা‌লিয়নের সংগ্রাম বি‌ওপির সদস্যরা গোয়াইনঘাটের ১২৭২/৫ ভারত সীমান্ত পিলারের রানীরঘাট এলাকায় বাংলাদেশের ভেতর থেকে গতকাল সন্ধ‌্যায় ওই চারজনকে আটক করেছেন। আটকের পর জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, ছয় মাস আগে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে তাঁরা ভারতে গিয়েছিলেন।

বি‌জি‌বি সিলেট ৪৮ ব‌্যাটা‌লিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হা‌ফিজুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় অনুপ্রবেশের অভিযোগে মামলা করে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!