ডিজিটাল ডেস্ক:
এবার বাংলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন মো. হারুন-উর-রশীদ আসকারী। ২২ দিন আগে গত ১৮ জুলাই নিয়োগ পেয়েছিলেন তিনি।
তার পদত্যাগের খবর বাংলা একাডেমির ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেন জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা।
শনিবার (১০ আগস্ট) তিনি ‘উদ্ভূত পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে’ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
মো. হারুন-উর-রশীদ আসকারী বলেন, পদত্যাগপত্রটি যথাযথ মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার হয়ত পদত্যাগপত্রটি গ্রহণ করে পরবর্তী করণীয় ঠিক করবে মন্ত্রণালয়।
এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ গণমাধ্যমকে বলেন, ‘আমাকে দুপুরের পর তিনি (হারুন-উর-রশীদ আসকারী) ফোনে জানিয়েছেন যে পদত্যাগ করবেন। পদত্যাগপত্রটি আমার দফতরে এসেছে কিনা- তা চেক করে বলতে হবে।’
উল্লেখ্য, গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান রশীদ আসকারী। তিনি কবি মুহম্মদ নূরুল হুদার স্থলাভিষিক্ত হন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com